ফ্রিতে ডাউনলোড করুন $২৯.৯৯ মূল্যের studio-v5 লগো মেকার সফটওয়্যার।

কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।অনেক দিন বাদে ফিরলাম।

Studio V5 Greenbbox লগো মেকার

অনেকে হয়ত এর আগে বিভিন্ন লগো মেকার সফটওয়্যার ব্যাবহার করেছেন,কিন্তু এটা সবার থেকে আলাদা।এটাতে আপনি ৩,৩০০ টিরও বেশী কমপ্লিট লগো টেমপ্লেট পাবেন যেগুলো আপনার ইচ্ছামত মডিফাই করতে পারবেন।

সাথে বিভিন্ন বিষয়ের উপর ১০,০০০ এরও বেশী অবজেক্ট রয়েছে।সব মিলিয়ে এক কথায় অসাধারণ,যা দিয়ে আপনি প্রফেশনাল মানের লগো তৈরী করতে পারবেন।

আসুন এই লগো মেকার সফটওয়্যার সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই:

Studio V5 Greenbox লগো মেকার

টেমপ্লেট লাইব্রেরি:

Studio V5 Greenbox লগো মেকার

এই লগো মেকার সফটওয়্যার টিতে ৩,৩০০ টিরও বেশী বিভিন্ন বিষয়ের উপর লগো টেমপ্লেট আছে।টেমপ্লেট গুলো গ্রুপ আকারে সাজানো আছে যা আপনাকে অতি দ্রুত কাঙ্খিত টেমপ্লেট টি খুজে পেতে সাহায্য করবে।

এডিট সেকশন:

এই সফটওয়্যার এর মূল্য অংশ হল এডিট সেকশন।যেখানে লগো এডিট, প্রয়োজনীয় শেপ এবং অবজেক্ট যুক্ত,বিভিন্ন ইফেক্ট এপ্লাই করার জন্য গ্রাফিকাল ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে।এডিট সেকশন মূলত ৩ ভাগে বিভক্ত।বাম সাইড বারে বিভিন্ন ইফেক্ট এপ্লাই এবং নিয়ত্রণের জন্য বেশ কিছু ট্যাব রয়েছে।মাঝের অংশটি মূল অংশ।ডান পাশের সাইড বারে লগো তৈরীর জন্য প্রয়োজনীয় শেপ,অবজেক্ট এবং ইমেজের লাইব্রেরী রয়েছে।

অবজেক্ট এবং শেপ ইফেক্ট:

Studio V5 Greenbox লগো মেকার

বিভিন্ন বিষয়ের উপর ১০,০০০ এরও বেশী শেপ রয়েছে এই লগো মেকার সফটওয়্যার টিতে।এছাড়া আপনার হার্ড ড্রাইভ থেকে যেকোন ইমেজ শেপ হিসাবে ব্যাবহার করতে পারবেন।শেপের উপর ৫০ টিরও বেশী ইফেক্ট এপ্লাই করতে পারবেন।

এতক্ষণ যে লগো মেকার সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে বললাম সেটি কিন্তু ফ্রি নয় এটার মূল্য $29.99।দেখে নিন কিভাবে সফটওয়্যার টি ফুল ভার্সন করে ব্যাবহার করবেন।

লগো মেকার সফটওয়্যার টি ফুল ভার্সন করবেন যেভাবে:

  • প্রথমে এখান থেকে (349.50 মেগাবাইট) লগো মেকার এর ট্রায়াল ভার্সন টি নামিয়ে ইন্সটল করুন।
  • এরপর নিচের সিরিয়াল টি দিয়ে একটিভ করুন।
  • 3283556526-1822422171-1624787163

দেখবেন ফুল ভার্সন হয়ে গেছে।

তাহলে,আজ থেকে শুরু করুন প্রফেশনাল মানের লগো তৈরী।আশাকরি এই লগো মেকার সফটওয়্যার টি আপনাকে কাজে আসবে!

ভাল থেকে থাকবেন সবাই।দেখা হবে আগামী পোষ্টে।

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।