আপনার এন্ড্রয়েড থেকে পৃথিবীর যেকোন দেশে ১ঘন্টা ফ্রি কল করুন।

ব্যাস্ততা আর কিছু সময়ের অসুস্থতার কারণে অনেক দিন লিখতে পারিনি।হয়তবা সেটা কয়েক মাস হয়ে গেছে।

যাহোক আজ আমি আপনাদের সাথে একটা এন্ড্রয়েড এপস শেয়ার করব যার মাধ্যমে আপনি পৃথিবীর যেকোন দেশে ১ ঘন্টা ফ্রি কল করতে পারবেন।

তাহলে চলুন শুরু করা যাক

এপস টার নাম Libon.ডাউনলোড করুন এখান থেকে।ইন্সটল শেষে Open করুন।নিচের মত আসবে।

এবার New to libon এ ক্লিক করুন,তাহলে নিচের মত আসবে।

এবার আপনার first name,second name এবং mobile নাম্বার দিয়ে Validate এ ক্লিক করুন,তাহলে নিচের মত আসবে।

কিছুক্ষণ অপেক্ষা করুন, নিচের মত দেখতে পারবেন।এবার আপনার ইমেইল এবং পার্সওয়াড দিয়ে Save এ ক্লিক করুন।নিচের মত আসবে।কিছুক্ষণ অপেক্ষা করুন।

Registration সফল হলে নিচের মত আসবে।

Continue তে ক্লিক করে Dialpad এ যান।লক্ষ্য করুন উপরের ডান দিকে দেখাচ্ছে “60 minutes left”(আমি ১মিনিট ব্যাবহার করেছি তাই ৫৯ মিনিট দেখাচ্ছে)।

এবার যেকোন নাম্বার ইন্টারন্যাশনাল ফরমেটে ইনপুট দিয়ে Call এ ক্লিক করুন।
তাহলে দেখবেন কল যাচ্ছে।

 

নোটঃ থ্রিজি তে এটার কল কোয়ালিটি খুব ভাল।টুজি তে কথা কেটে কেটে যেতে পারে।

আপাতত এপর্যন্ত।কোন সমস্যা হলে মন্তব্য করার অনুরোধ রইল!

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।