ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন [পর্ব-৮] :: ওয়ার্ডপ্রেস সাইটে Dashboard পোষ্ট পেইজে Featured Image দেখাবেন যেভাবে।

অসুস্থতা আর ব্যাস্ততার কারণে গত কয়েক দিন লিখতে পারিনী।কেমন আছেন সবাই?

যাহোক,আমরা যদি ওয়ার্ডপ্রেস সাইটে Dashboard থেকে Post>All Posts এ যায় তাহলে আমাদের সকল পোষ্ট গুলো দেখতে পায।যেখানে বাই ডিফল্ট 5 টা কলাম থাকে।প্রথম কলামে Title,দ্বিতীয় কলামে Author,তৃতীয় কলামে Categories,চতুর্থ কলামে Tags এবং পঞ্চম কলাম পোষ্ট পাবলিশের Date দেখতে পায়।

আজ আমরা দেখব কিভাবে এখানে নতুন একটা কলাম তৈরী করতে পারি যেখানে পোষ্টের Featured Image দেখাবে।

তাহলে চলুন শুরু করা যাক:-


প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করে Dashboard থেকে Appearance>Editor এ যান এবং থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন।এরপর নিচের কোড টুকু কপি করে ?> এর আগে যুক্ত করুন এবং Update বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করুন।

/* ------------function to show featured image in dashboard post page--------------- */

function wpse_135433_posts_columns( $defaults ){

    $defaults = array_merge(
        array( 'riv_post_thumbs' => __( 'Featured Images' ) ),
        $defaults
    );

    return $defaults;
}

function wpse_135433_posts_custom_columns( $column_name, $id ) {

   if ( $column_name === 'riv_post_thumbs' ) {
        echo the_post_thumbnail( array('75, 75') );
    }
}

add_filter( 'manage_posts_columns', 'wpse_135433_posts_columns', 10, 2 );
add_action( 'manage_posts_custom_column', 'wpse_135433_posts_custom_columns', 10, 2 );

এরপর Dashboard থেকে Posts>All Posts এ যান।দেখুন নতুন একটি কলাম সহ Featured Image যুক্ত হয়েছে।

আজ এ পর্যন্ত।ভাল থাকবেন সবাই।

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।