মোবাইল দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে মাঠের সেচ পাম্প, বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে। লাগবেনা ইন্টারনেট, স্মার্টফোনের জন্য রয়েছে অ্যাপ। আর ফিচার ফোনের মাধ্যমে ম্যানুয়ালী কমান্ড দেওয়া যাবে।
নমষ্কার, সুপ্রভাত! স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। দীর্ঘ ১০ মাস পর নিজের ব্লগে লিখছি। কথায় বলে, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। আমি যে নতুন কিছু উদ্ভাবন করে ফেলেছি এমনটা ভাবিনা, কেননা দুনিয়ার অপর প্রান্তের খবর আমার জানা নেই।
শুধুমাত্র প্রয়োজন থেকেই এই ডিভাইস তৈরীর পরিকপ্লনা করি ২ মাস আগে। একদিন এক বন্ধুকে খুঁজতে মাঠে গিয়ে পৌঁছায় দুপুরের প্রখর রৌদ্রের মধ্যে। তাকে জিগেস করি এই রোদের মধ্যে মাঠে কেন? সে জানায়, সেচ পাম্প বন্ধ করতে এসেছে। তখনই তাকে বলি, আরে এর জন্য আবার মাঠে আসা লাগে নাকি! তোমাকে একটা ডিভাইস তৈরী করে দেবো। তার মাধ্যমে যেকোন স্থান থেকে সেচ পাম্প চালু এবং বন্ধ করতে পারবে।
ঐ যে তাকে বললাম তৈরী করে দেবো সেখান থেকেই আমার একটা দ্বায়বদ্ধতা তৈরী হয়ে গেল। এরপর প্রয়োজনীয় কম্পোনেট ম্যানেজ করেছি অনলাইন অফলাইন নানান জায়গা থেকে। এর মাঝে প্রোগাম লেখার কাজও শেষ করেছি। এই ডিভাইস তৈরীর কাজ যখন ৫০% শেষ তখন আমার ঐ বন্ধু জানায় এর মাঝে নাকি কেউ সেচ পাম্পের ঘরের তালা ভাঙার চেষ্টা করেছে। তখনই আমি ঠিক করে ফেলি, এই ডিভাইসের সাথে বাড়তি ফিচার হিসাবে একটা সিকিউরিটি ফিচার যুক্ত করে দেবো।
সবকিছু হাতে পাওয়ার দুদিনের মধ্যেই ডিভাইস তৈরীর কাজ শেষ করি। ঐ বন্ধুর সেচ পাম্পের সাথে যুক্ত করে পরিক্ষা করি। যখন দেখলাম সবকিছু পারফেক্টলি কাজ করছে তখনকার অনুভূতি বোঝানো যাবেনা। আমার কাজের সফলতা এখানেই, আত্নতৃপ্তির থেকে বড়কিছু হয়না।
ফিচারগুলো
চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ডিভাইসে কি কি ফিচার রয়েছে।
- স্মার্টফোন, ফিচার ফোনসহ যেকোন ফোনের মাধ্যমে চালু, বন্ধ করা যাবে। ব্যবহার করতে প্রয়োজন হবেনা ইন্টারনেটের।
- এই ডিভাইসের রয়েছে নিজস্ব পাওয়ার ব্যাকআপ সুবিধা। তাই বিদ্যুৎ না থাকলেও একটানা ৩ দিন চলতে পারবে। আপনার সেচ পাম্প থাকবে সুরক্ষিত।
- সেচ পাম্প চালুর কমান্ড দেবার পর পাম্প চালু হলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। বিদ্যুৎ না থাকলেও জানিয়ে দেবে। কাজেই আপনি নিশ্চিত থাকতে পারবেন পাম্প চালু হয়েছে কিনা।
- সেচ পাম্প রানিং অবস্থায় বিদ্যুত চলে গেলে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কতক্ষণ পাম্প চলেছে।
- অনেক সময় আমরা সেচ পাম্প চালু করে পরবর্তীতে বন্ধ করতে ভুলে যায়। সেক্ষেত্রে রয়েছে টাইমার সুবিধা। টাইম সেট করে দিলে নির্দিষ্ট টাইম পর অটোমেটিকালি পাম্প বন্ধ হয়ে যাবে।
- আপনার অনুমতি ছাড়া পাম্পের ঘরে কেউ প্রবেশ করলে সাথে সাথে উচ্চস্বরে সাইরেন বাজতে থাকবে। পাশাপাশি আপনার মোবাইলে কল চলে আসবে। যতক্ষণ কেউ ঘরে থাকবে ততক্ষণ আপনার মোবাইলে অনবরত কল আসতেই থাকবে। কল রিসিভ করলে আপনি পাম্পের ঘরের ভিতরকার শব্দ শুনতে পারবেন। কে কি বলছে, কেউ তালা ভাঙার চেষ্টা করছে কিনা এসব।
- অ্যাপে রয়েছে পাসওয়ার্ডের সুবিধা। তাই ব্যবহারী ছাড়া কেও পাম্প চালাতে পারবেনা। পাশাপাশি শুধুমাত্র নির্দিষ্ট নাম্বার থেকে কমান্ড দিলেই এই ডিভাইস কাজ করবে। সেক্ষেত্রে ডিভাইসের নাম্বার জানলেও কোন লাভ হবেনা।
আরো বিস্তারিত পাবেন নিচের ভিডিওতে।
আজ এপর্যন্ত। ভাল থাকবেন সবাই। কথা হবে পরবর্তী ব্লগে। এই ডিভাইস সম্পর্কে আরো কোন তথ্য জানার থাকলে আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন এখানে ক্লিক করে।