ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন [পর্ব-১] :: ।চলুন ওয়ার্ডপ্রেসের আপডেট মেসেজ অফ করে দিই।

জীবনে প্রথম ওয়ার্ডপ্রেস নিয়ে লিখতে যাচ্ছি।এরপর থেকে আশা করছি নিয়মিত ভাবে লিখব।

যাহোক,আমি ধরে নিচ্ছি আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনি মোটামুটি জানেন এবং ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলের সাথে আপনি পরিচিত।

ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর 1ম পর্বে আমরা জানব কিভাবে ওয়ার্ডপ্রেসের আপডেট মেসেজ বন্ধ অফ করতে হয়।

তো,যাদের ওয়ার্ডপ্রেসে বানানো ওয়েব সাইট আছে তারা নিশ্চয় খেয়াল করে থাকবেন যে,ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সন রিলিজ হওয়ার পর ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে মেসেজ দেয় নতুন ভার্সনে আপডেট করার জন্য।

মেসেজ টা অনেকটা এরকম”New version relased.Please update now”।আপনি যতক্ষণ না আপনার সাইট নতুন ভার্সনে আপডেট করবেন,ততক্ষণ এই বিরক্তিকর মেসেজ আপনাকে সহ্য করতে হবে।

তো আপনি চাইলে খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন।এজন্য আপনার সাইটের এডমিন প্যানেলে প্রবেশ করুন।এরপর Appearance থেকে Editor এ যান এবং বর্তমান থিমের functions.php ফাইলটি editor এ ওপেন করুন তাহলে functions.php এর সকল কোড দেখতে পারবেন।

এবার নিচের কোডটুকু functions.php ফাইলের সবার শেষে বসিয়ে update এ ক্লিক করুন অর্থাত্‍ save করুন।

add_filter( 'pre_site_transient_update_core' , create_function( '$a' , "return null;" ) );

তাহলে ওয়ার্ডপ্রেস এর আপডেট মেসেজ আর শো করবেনা।বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন।

আজ এ পর্যন্ত,ফিরে আসব নতুন কিছু নিয়ে।সেই অব্দি ভাল থাকুন।

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।