আমার দেখা সেরা দুটি ফ্রি হোষ্টিং ,নতুনদের জন্য।

কেমন আছেন সবাই?আশাকরি ভাল আছেন।যাহোক,আজ দুটি ফি হোষ্টিং সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো।আমি অনেক দিন যাবত এ দুটি ওয়েব হোষ্টিং ব্যবহার করছি এবং এপর্যন্ত কোন সময় সার্ভার ডাউন পায়নি।

সেরা দুটি ফ্রি হোষ্টিং

নতুন যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখছেন,আশাকরি তারা এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।এছাড়া চাইলে যেকেউ ছোট-খাট সাইটও দাড় করাতে পারেন।

তাহলে চলুন সেরা দুটি ফ্রি হোষ্টিং সম্পর্কে জেনে নিইঃ

আমাদের সেরা ফ্রি হোষ্টিং এর প্রথমে রয়েছে HostYd.Net এবং এরপর রয়েছে HostInger.co.uk.

HostYd.Net ফ্রি হোষ্টিং এর সুবিধা সমূহঃ

  • Disk Space 3000 MB
  • Data transfer 150 GB
  • Number of websites – Unlimited!
  • Control Panel – Custom Panel
  • Script Auto Installer – 50 Scripts
  • PHP & MYSQL
  • PhpMyAdmin Tool
  • FTP Access
  • Cron Jobs
  • Curl & Curl SSL
  • Audio / Video Streaming
  • Parked Domains 5
  • Subdomains 5
  • Email Accounts – 5
  • Website Backup / Restore
  • POP3 / IMAP Access
  • 2 File Managers and many more.

HostInger.co.uk ফ্রি হোষ্টিং এর সুবিধা সমূহঃ

  • Disk Space 2048 MB
  • Data transfer 100 GB
  • Number of websites – Unlimited!
  • Control Panel – Custom Panel
  • Script Auto Installer – 50 Scripts
  • Subdomain – 2
  • Email Accounts – 5
  • Parked Domain – 2
  • Addon Domain – 2
  • PHP & MYSQL
  • PhpMyAdmin Tool
  • FTP Access and many more.

উপরের দুটি হোষ্টিং সাইটের মধ্যে তেমন একটা পার্থক্য নেই।তারপরেও পেইড হোষ্টিং এর সাথে কখনই ফ্রি হোষ্টিং এর তুলনা করা চলেনা।প্রফেশনাল কোন ওয়েব সাইট বানানোর জন্য অবশ্যই পেইড হোষ্টিং ব্যাবহার করা উচিত!

আজ এপর্যন্ত।আশাকরি,ফ্রি ওয়েব হোষ্টিং দুটি আপনাদের কাজে আসবে।ভাল থাকবেন সবাই।দেখা হবে আগামী পোষ্টে!

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।