এবার অপেরা মিনি দিয়েই যে কোন সাইটের Source কোড দেখুন

অনেক সময় আমাদের বিভিন্ন সাইটের Source কোড দেখার প্রয়োজন পড়ে!কেন পড়ে?কেউ কৌতুহল বশত দেখেন আবার কেউ কাজের জন্য,তো যাই হোক আপনার যদি পিসি থাকে তাহলে Browsing এর সময় খুব সহজে ctrl+u চেপে আপনি Source কোড দেখতে পারবেন।আর তাছাড়া কিছু থার্ডপার্টি সাইট ব্যাবহার করেও আপনি Source কোড দেখতে পারবেন।

যাইহোক,এবার আসি মোবাইল দিয়ে কিভাবে আপনি যে কোন সাইটের Source কোড দেখবেন।প্রথমে আপনার মোবাইলের অপেরা মিনি অপেন করুন।এবার আপনি যে সাইটের Source কোড দেখতে চান সেই সাইটে প্রবেশ করুন(example fusionbd.com)।
Fusionbd
সাইটি পুরোপুরি লোড হয়ে গেলে আপনার অপেরা মিনির Address bar এ গিয়ে লিখুন server:source ।কিছুক্ষণ অপেক্ষা করুন….এবার দেখুন নতুন একটা পেইজ এসেছে এবং সেখানে আপনার কাঙ্খিত সাইটের Source কোড দেখা যাচ্ছে।
Serversource
Thanks all.

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।