গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী - SKJOY

গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী করবেন যেভাবে।

নমস্কার! সুপ্রভাত! স্বাগত আজকের ব্লগে। আজ আমরা একুষ্টিক গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী করা শিখব। যদি আপনার গিটার সেমি ইলেকট্রিক হয়ে থাকে তাহলে এই প্রি-এমপ্লিফায়ার সার্কিটের মাধ্যমে গিটারের সাউন্ড যেকোন সাউন্ড বক্সে বাজাতে পারবেন।

প্রশ্ন আসতে পারে যে আপনার গিটার সেমি ইলেকট্রিক কিনা বুঝবেন কিভাবে? সেমি ইলেকট্রিক গিটারে কেবলমাত্র মাইক্রোফোন সকেটের মত একটি আউটপুট থাকে। নিচের ছবিতে চিহ্নিত পোর্টটা খেয়াল করুন।

গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার তৈরী - SKJOY
সেমি ইলেকট্রিক গিটার

উপরের ছবিতে যে গিটারটি দেখতে পারছেন এটি হল ইন্ডিয়ান Signature ব্রান্ডের Topaz 256 মডেলের লাউড সিরিজের গিটার। আমি নিজে সেইম গিটার ব্যবহার করি। যারা একদম বিগিনিয়ার এবং গিটার শিখতে চাচ্ছেন তারা এটি নিতে পারেন। দাম পড়বে ৪০০০-৪২০০ টাকা।

গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী

কার না ইচ্ছে করে গিটারের মিষ্টি সুর সাউন্ড বক্সে শুনতে! কিন্তু কম দামী গিটার গুলোতে ইক্যুলাইজার না থাকায় এই সাধ বেশীরভাগ মানুষের পূরণ হয়না। আবার সেমি ইলেকট্রিক গিটারে পিকআপ আউটপুট থাকলেও তা সরাসরি কোন সাউন্ড বক্সে বাজানো যায়না। তার জন্য প্রয়োজন হয় আলাদা ডিভাইসের।জানিনা, এগুলো মার্কেটে পাওয়া যায় কিনা কিংবা দাম কেমন। তবে আমি নিজে একটি বানিয়েছি। এটার পারফমেন্স অনেক ভাল। মাত্র ১০০ টাকার মধ্যে ডিভাইসটি তৈরী করতে পারবেন।

তাহলে চলুন দেখে নিই সার্কিট ড্রায়াগ্রামটি।

গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার তৈরী - SKJOY
সার্কিট ড্রায়াগ্রাম

খুব সহজ একটা ড্রায়াগ্রাম। মাত্র কয়েকটি কম্পোনেট দিয়েই বানানো যাবে। চাইলে ভেরোবোর্ড, ডটবোর্ড, মোটা কাগজ কিংবা প্লাষ্টিক বোর্ডে বানাতে পারবেন।

কম্পোনেন্ট লিষ্ট

এবার চলুন দেখে নিই সার্কিট টি তৈরী করতে কি কি কম্পোনেট লাগবে।

  1. রেজিষ্টর ১০কে – ২টি।
  2. রেজিষ্টর ১০০কে – ১টি।
  3. ১কে রেজিষ্টর – ১টি (অপশোনাল)।
  4. সিরামিক ক্যাপাসিটর – ১০৪ পিএফ – ২টি।
  5. ভেরিয়েবল রেজিষ্টর ৫০কে – ১টি (ভলিউমের মত)।
  6. ট্রান্সজিষ্টর – BC547/2N3904 – ১টি।
  7. হেডের তার – প্রয়োজন মত (অপশোনাল)।
  8. অন অফ সুইচ – ১টি।
  9. লাল কালারের এলইডি – ১টি (অপশোনাল)।
  10. মাইক্রোফোন পিন – ১টি (গিটারের জন্য)।
  11. স্টোরিও সকেট – ১টি (সাউন্ড বক্সে কানেকশন দেবার জন্য)।
  12. ৩/৯ ভোল্ট ব্যাটারি – ১ টি।

উপরে উল্লেখিত সব রেজিষ্টর গুলো কোয়াটার ওয়াটের হবে। সব গুলো কম্পোনেন্ট ১০০ টাকার মধ্যে হয়ে যাবে। কোনভাবেই এর থেকে বেশী পড়বেনা।

এবার চলুন কম্পোনেন্ট গুলোর ছবি দেখে নিই। তাহলে নতুনদের বুঝতে সুবিধা হবে। নিচে সব কম্পোনেন্ট গুলোর ছবি পর্যায়ক্রমে দেওয়া হল।

গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী - SKJOY
১০০ কে রেজিষ্টর
গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী - SKJOY
৫০ কে ভেরিয়েবল পোট
গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী - SKJOY
সিরামিক ক্যাপাসিটর – ১০৪ পিএফ
গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী - SKJOY
ট্রান্সজিষ্টর – BC547
গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী - SKJOY
স্টোরিও সকেট
গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী - SKJOY
মাইক্রোফোন জ্যাক
গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী - SKJOY
৯ ভোল্ট ব্যাটারি
গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী - SKJOY
৯ ভোল্ট ব্যাটারি হোল্ডার

তাহলে এবার ড্রায়াগ্রাম অনুযায়ী সার্কিটটি বানিয়ে ফেলুন। খুবই সহজ। নিচে আমার বানানো কম্পিলিট ডিভাইসটির ছবি দিলাম।

গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিট তৈরী
আমার বানানো প্রি-এমপ্লিফায়ার

গুরুত্বপূর্ণ কিছু কথা

  • সার্কিটটিতে ৩ থেকে ৯ ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারবেন। চাইলে মোবাইলের ব্যাটারিও ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে একটি চার্জিং সিস্টেম যুক্ত করে নিতে পারেন। তাহলে বার বার ৯ ভোল্টের ব্যাটারি কিনতে হবেনা।
  • পুরো সার্কিট টা আমার মত একটি বক্সে সেট করতে পারেন। তাহলে দেখতে সুন্দর লাগবে এবং পোর্টেবল হয়ে যাবে।
  • রেজিষ্টর কিনবার সময় দোকানীকে অবশ্যই বলবেন সবগুলো রেজিষ্টর কোয়াটার ওয়াটের দিতে।
  • ক্যাপাসিটরগুলো অবশ্যই সিরামিকের নেবেন।
  • ড্রায়াগ্রামে Guitar Input অংশে মাইক্রোফোন পিনের মাধ্যমে সার্কিটের সাথে গিটারের কানেকশন দিবেন।
  • সেখানে Audio Output লেখা আছে। সেখানে একটি স্টোরিও সকেট লাগাবেন। তাহলে সরাসরি যেকোন সাউন্ড বক্সের পিন কানেক্ট করতে পারবেন।
  • সার্কিটের পাওয়ার ইন্ডিকেটরের জন্য একটি লাল এলইডি ব্যবহার করতে পারেন। সিরিজে অবশ্যই একটি ১কে রেজিষ্টর সংযোগ দিবেন। ড্রায়াগ্রামে এটি উল্লেখ করতে ভুলে গেছি।
  • ব্যাটারি ছাড়া যদি সার্কিটটি যদি সরাসরি এসি কারেন্টে ব্যবহার করতে চান তাহলে একটি ৬ ভোল্ট ৬০০ মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার কিনবেন। এরপর ফুলব্রিজ রেক্টিফায় করে তারপর সার্কিটে সাপ্লাই দিবেন।

আশাকরি গিটারের জন্য প্রি-এমপ্লিফায়ার সার্কিটটি তৈরী করতে কোন অসুবিধা হবেনা। কোন সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পোষ্টের শেষে ফেসবুক দিয়ে কমেন্ট করবার অপশন রয়েছে। আপনি তৈরী করলে অবশ্যই জানাবেন।

রিমোট দিয়ে ফ্যান লাইট অফ অন করবার সার্কিট তৈরী করতে চাইলে এই লেখাটি পড়তে পারেন। রয়েছে ভিডিও টিউটোরিয়ালও।

আজ এই পর্যন্ত। ভাল থাকবেন। কথা হবে পরবর্তী ব্লগে। ফেসবুকে আমাকে পাবেন এখানে।

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।