PSC,JSC এবং JDC পরিক্ষার রেজাল্ট জানার সকল উপায়।

কেমন আছেন সবাই?আশাকরি ভাল আছেন।আমিও বেশ ভাল আছি।গত কিছু দিন আগে পিসি সার্ভিসিং করে নিয়ে এসেছি।এখন সবকিছু ওকে।

যাহোক,আজ (৩০ ডিসেম্বর ২০১৪) Psc, Jsc এবং Jdc পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হবে।আমাদের অনেকের ছোট ভাই-বোন পরিক্ষা দিয়েছে।এ বছর দুটি পরিক্ষায় প্রায় ৫২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে।Jsc এবং Jdc পরিক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এবং Psc পরিক্ষায় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

চলুন জেনে নিই কিভাবে ইন্টারনেট এবং SMS এর মাধ্যমে Psc,Jsc এবং Jdc পরিক্ষার রেজাল্ট জানতে পারবেনঃ-

PSC পরিক্ষার রেজাল্ট SMS এর মাধ্যমে জানবেন যেভাবেঃ

  • মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন DPE<space>আপনার থানা/উপজেলার কোড নাম্বার<space>রোল নাম্বার এবং পাঠিয়ে দিন যেকোন অপারেটর থেকে ১৬২২২ নাম্বারে।ফিরতি SMS এ রেজাল্ট পেয়ে যাবেন।
  • উদাহরণ সরূপঃ DPE 22327 435675 and send it to 16222
  • মাদ্রাশা বোর্ডের রেজাল্ট জানার জন্য মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে টাইপ করুন EBT<space>আপনার থানা/উপজেলার কোড নাম্বার<space>রোল নাম্বার এবং পাঠিয়ে দিন যেকোন অপারেটর থেকে ১৬২২২ নাম্বারে।ফিরতি SMS এ রেজাল্ট পেয়ে যাবেন।
  • উদাহরণ সরুপঃ EBT 71657 765643 and send it to 16222

PSC পরিক্ষার রেজাল্ট ইন্টারনেটের মাধ্যমে জানবেন যেভাবেঃ

  • ইন্টারনেটের মাধ্যমে PSC পরিক্ষার রেজাল্ট জানার জন্য ভিজিট করুন dpe.gov.bd

JSC এবং JDC পরিক্ষার রেজাল্ট SMS এর মাধ্যমে জানবেন যেভাবেঃ

  • মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন JSC<space>আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিনটা অক্ষর<space>রোল নাম্বার এবং পাঠিয়ে দিন যেকোন অপারেটর থেকে ১৬২২২ নাম্বারে।ফিরতি SMS এ রেজাল্ট পেয়ে যাবেন।
  • উদাহরণ সরূপঃ JSC DHA 123456 and send it to 16222
  • মাদ্রাশা বোর্ড অর্থাৎ JDC এর রেজাল্ট জানার জন্য মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে টাইপ করুন JDC<space>মাদ্রাশা বোর্ডের প্রথম তিনটা অক্ষর<space>রোল নাম্বার এবং পাঠিয়ে দিন যেকোন অপারেটর থেকে ১৬২২২ নাম্বারে।ফিরতি SMS এ রেজাল্ট পেয়ে যাবেন।
  • উদাহরণ সরুপঃ JDC MAD 123456 and send it to 16222

JSC এবং JDC পরিক্ষার রেজাল্ট ইন্টারনেটের মাধ্যমে জানবেন যেভাবেঃ

  • ইন্টারনেটের মাধ্যমে JSC এবং JDC পরিক্ষার রেজাল্ট জানার জন্য ভিজিট করুন Educationboardresult

আজ এই পর্যন্ত।ভাল থাকবেন সবাই।সময় পেলে দেখা হবে আগামী পোষ্টে!

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।