ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন [পর্ব-৫] :: ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার প্রোফাইলের contact সেকশনে কাষ্টম ফিল্ড যুক্ত করবেন যেভাবে।

গত পর্বে আমারা দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার প্রোফাইল থেকে ডিফল্ট Contact field রিমুভ করা যায়।

আজ দেখব কিভাবে ইউজার প্রোফাইলের Contact Info সেকশনে কাষ্টম ফিল্ড যুক্ত করতে পারি।

তাহলে চলুন শুরু যাক।


ডিফল্ট ভাবে Contact Info সেকশনে AIM,Yahoo IM,Jabber/Google talk সহ বেশ কিছু ফিল্ড থাকে।

আমরা Facebook,Google+ এবং Twitter নামে নতুন তিনটি ফিল্ড Contact Info সেকশনে যুক্ত করব।

প্রথমে আপনার সাইটে লগিন করুন।এরপর Dashboard থেকে Appearance>Editor এ যান।আপনার থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন এবং নিচের কোড টুকু কপি করে ?> এর আগে পেষ্ট করুন।আপনি চাইলে নতুন একটি পি.এইচ.পি ব্লকের মধ্যেও কোড টুকু পেষ্ট করতে পারেন।

 /// Function to add extra custom field in profile
function add_extra_contact_fields($profile_fields) {
   // It's for add facebook Profile Url
   $profile_fields['facebook'] = 'Facebook Profile Url';
   // It's for add Google+
   $profile_fields['gplus'] = 'Google+';
   // It's for add twitter Username
   $profile_fields['twitter'] = 'Twitter Username';

   return $profile_fields;
}
/// Add filter custom field
add_filter('user_contactmethods', 'add_extra_contact_fields');

এবার Dashboard থেকে Profile>Your profile এ যান।Contact Info সেকশনের দিকে লক্ষ্য করুন,সেখানে Facebook,Google plus এবং Twitter নামে নতুন তিনটি
ফিল্ড যুক্ত হয়েছে।

এখন উক্ত ফিল্ডের ইনপুট দেওয়া ডেটা দেখানোর জন্য আপনার থিমের single.php ফাইলটি এডিটরে ওপেন করে নিচের কোড টুকু যুক্ত করুন যেখানে আপনি দেখাতে চান।

   Facebook
   Twitter
   Google Plus

আপনি চাইলে আপনার থিমে single.php ফাইলে পোষ্টের নিচে সুন্দর একটি অথর বস্ক তৈরি করে(যদি না থাকে)সেখানে দেখাতে পারেন।যেমনটা আমি করেছি।

আজ এতটুকুই।ভাল থাকবেন সবাই।

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।