সংগ্রহে রাখুন ইলেকট্রনিকস শেখার 5 টি বাংলা ইবুক।

কেমন আছেন সবাই?নিশ্চয় ভাল!আমি কিন্তু ভাল নেই হাতে বেশ কিছু কাজ আছে কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে করতে পাচ্ছিনা।কপাল আমার!

যাহোক,একটু সুযোগ পেয়ে আসলাম আপনাদের সাথে ইলেকট্রনিকসের কিছু বাংলা ইবুক শেয়ার করতে।

Eletronics_by_Skjoybd.com

আমার মত অনেকেই আছেন যারা ইলেকট্রনিকস সায়েন্সে না পড়তে পারলেও ইলেকট্রনিকসের প্রতি আগ্রহের কমতি নেই।আসলে ইলেকট্রনিকস খুব আর্কষণীয় একটা জিনিস,যিনি এর গভীরে প্রবেশ করেছেন তিনিই ভাল জানেন।

আজকের ইবুক গুলো আমার মত ছোট খাট হবিষ্টদের জন্য খুব কাজে দেবে।নামিয়ে নিন নিচ থেকে।

  • Basic Eletronics (13.13MB).
  • Digital Eletronics Dynamic (5.23MB).
  • Circut Book (5.23MB).
  • MicroController (6.13Mb).
  • Project Eletronics (3.13MB).
  • Zippyshare থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদেরকে বলছি।ডাউনলোড পেজে নিচের মত একটা ডাউনলোড বাটন পাবেন।ওটাতে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।

    Download button

    বিঃদ্রঃ ইবুক গুলো আপলোড করেছেন তানবীর ভাই।

    ইবুক গুলো নিয়ে বিস্তারিত লিখতে না পারাই খুবই দুঃখিত।আসলে আমার হাতে একদম সময় নেই।

    ভাল থাকবেন সবাই!

    Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।