ওয়ার্ডপ্রেস সাইটে সার্চ বক্স না থাকলেও সার্চ করবেন যেভাবে।

সবাইকে বসন্তের শুভেচ্ছা।কেমন আছেন সবাই?আশাকরি ভাল আছেন।আমিও মোটামুটি ভাল আছি।তবে শরীর টা তেমন একটা ভালনা।হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এটার জন্য দায়ী।

যাহোক,আজ আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে সার্চ বক্স ছাড়াই সার্চ করতে পারি।অনেকে হয়ত অবাক হবেন যে,সাধারণত আমরা সার্চ করার জন্য সার্চ বক্স ব্যাবহার করি,তাহলে সার্চ বক্স ছাড়া কিভাবে সার্চ করা সম্ভব!চলুন জেনে নিই বিস্তারিত…

সার্চ বক্স ছাড়া সার্চ করবেন যেভাবেঃ

প্রথমে আপনার আপনার পছন্দ মত একটা সাইটে (ওয়ার্ডপ্রেসে তৈরী) প্রবেশ করুন যেটাতে আপনি সার্চ করতে চান।চলেন আমরা টেকটিউনসে প্রবেশ করি।এরপর আপনার ব্রাউজারের Address বারে খেয়াল করুন।সেখানে দেখাচ্ছে mobi.techtunes.com.bd

 

এটাও খেয়াল করুন যে এই পেজে কোন সার্চ বক্স নেই,কিন্তু এই পেজে আমরা সার্চ করবো।এবার আপনার ব্রাউজারের Address বারে নিচের মত লিখুন mobi.techtunes.com.bd/?s=keyword এখানে keyword এর স্থানে আপনার কিওয়ার্ড টি লিখুন।আচ্ছা ধরুন আমাদের কিওয়ার্ড হল ওয়ার্ডপ্রেস।তাহলে এভাবে লিখুন mobi.techtunes.com/?s=ওয়ার্ডপ্রেস

 

এবার ইন্টার প্রেস করে একটু অপেক্ষা করুন তাহলে দেখবেন নিচের মত সার্চ রেজাল্ট আপনার সামনে হাজির হবে।

 

এভাবে আপনি যেকোন ওয়ার্ডপ্রেস সাইটে সার্চ বক্স না থাকলে অথবা সার্চ বক্সের ব্যবহার ছাড়াই সার্চ করতে পারবেন।এখানে আমরা দেখলাম কিভাবে single কিওয়ার্ড দ্বারা সার্চ করবেন।কিন্তু আপনি যদি একাধিক কিওয়ার্ড দ্বারা সার্চ করতে চান তাহলে কিভাবে করবেন…

একাধিক কিওয়ার্ড দ্বারা সার্চ করতে চাইলে এভাবে লিখুন mobi.techtunes.com.bd/?s=keyword1+keyword2 এভাবে কিওয়ার্ড গুলোকে + দ্বারা সেপারেট করবেন।

Note: নতুনদের জন্য এতটুকু বলি যে,HTML এর Form থেকে দু’ভাবে ডাটা পাস হয়।সেটা হল Post এবং Get Method এর মাধ্যমে।Post Method এর ডাটা হিডেন ভাবে পাস হয়।কিন্তু Get Method এর ডাটা ডাটা URL দিয়ে পাস হয় যেটা আমরা দেখতে পারি।সুতরাং যেহেতু Get Method এর ডাটা URL দিয়ে পাস হয় সেক্ষেত্রে আমরা Form এর ব্যবহার ছাড়াও URL থেকে Form এর ডাটা পরিবর্তন করতে পারি।

ব্লগিং এর প্রতি প্রচন্ড আগ্রহ থাকলেও সময়ের অভাবে পারিনা।ভাল থাকবেন সবাই।দেখা হবে আগামী পোষ্টে।

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।