ইংরেজি শেখার জন্য প্রয়োজনীয় একটি এন্ড্রয়েড এপস।মিস করবেন না কিন্তু।

সবাই ভাল আছেন আশাকরি!ঈশ্বর এর কৃপায় আমিও মোটামুটি ভাল আছি।

আজ আপনাদের সাথে একটি এন্ড্রয়েড এপস এর পরিচয় করিয়ে দেবো।এপসটির নাম Bengali English Course. আশাকরি নাম শুনে এর কাজ সম্পর্কে ধারণা করতে পেরেছেন।

 

হ্যা,এটি এমন একটি এন্ড্রয়েড এপস,যা আপনাকে Speaking English শিখতে সাহায্য করবে।

যুগের সাথে তাক মিলিয়ে চলতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজীতে দক্ষ্যতা অর্জন করতে হবে।এরপর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে তো কথায় নেই।ইংরেজীতে দক্ষ্যতা ছাড়া এ সেক্ট্ররে আপনি শুধু হতাশায় অর্জন করতে পারবেন।

আসুন এন্ড্রয়েড এপসটির কিছু স্ক্রিনশট দেখে নিই:

এন্ড্রয়েড এপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আজ এপর্যন্ত।ভাল থাকবেন সবাই।

Facebook Comments

S.k.joy

খুব সাধারণ একজন। বসবাস গ্রামে। জন্ম, বেড়ে উঠা এখানেই। অসম্ভব ভালবাসা এই গ্রামীন জীবন, প্রকৃতি আর পরিবেশের প্রতি। কাজ পড়াশোনার ক্ষেত্রে বার বার সুযোগ এলেও শহরবাসী হয়ে উঠতে পারিনি শেষ পর্যন্ত। শহরের অতি আধুনিকতা, কংক্রিটে মোড়া সুউচ্চ অট্টেলিকায় বন্দি জীবন আমায় কখনও আর্কষিত করতে পারিনি। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঠো পথে বেরিয়ে পড়ি সকালটাকে উপভোগ করতে। রাস্তার দুপাশে সারি সারি গাছ গুলোতে জেগে উঠা পাখিগুলো আমায় স্বাগত জানায়। বুক ভরে নিশ্বাস নিই। শিশিরে ভেজা ঘাস গুলো প্রতি মুহুর্তে সকালের কোমলতাকে জানান দেয়। সূর্যের রোদ সবার আগে গায়ে মেখে ফিরে আসি। দাদু-ঠাম্মা, ছোট ছোট ভাই বোন সবাইকে পরিবার। এইতো জীবন। খুশিতে ভরা জীবন। দূরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে নিজের মত থাকার মধ্যে জীবনের কোন মানে খুঁজে পাইনা আমি।